জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আফজল আলি





হাঁটছি। ছোট ছোট পায়ে । জিবাক এবার পঞ্চম সংখ্যায় পড়ল। এরই মধ্যে প্রকাশিত হয়েছে জিরো বাউন্ডারি পত্রিকার print version এর আত্মপ্রকাশ সংখ্যা । এবং বহু আকাঙ্ক্ষিত- জিরো বাউন্ডারি কনসেপ্ট - বইটি । এমনটা নয় যে এই কাজগুলো বলার মতো এমন কিছু । কিন্তু বললাম এই  কারণে যে আমাদের হাঁটা বা চলার প্রক্রিয়া জারি রয়েছে। এবং আমাদের whatsapp group প্রায় এক বছর হতে  চলল সমানভাবে সক্রিয়। 25 জন থেকে 125। তরুণ কবিরা কবিতা লেখার উদ্যোম এবং নতুনত্ব খুঁজে পাচ্ছে, পাচ্ছে নতুন ভাবে,  নতুন আঙ্গিকে কবিতা লেখার রসদ, দিশা যা বাংলা কবিতার বর্তমানের অবস্থার ( থোড় বড়ি খাড়া ) বিরুদ্ধে এক নতুন ধাক্কা বা jerking। সাহিত্য এগিয়ে যায় তার বদ্ধ অবস্থা কাটিয়ে , আসে নতুনের স্বাদ। কিন্তু এই নতুন এমনি এমনি আসে না । নতুন আসার ক্ষেত্রে কিছু কিছু কার্যকারণ ভূমিকা  ও  পদক্ষেপ থাকে। জিরো বাউন্ডারি হয়তো সেই ভূমিকাই নিয়েছে এই সময়ে দাঁড়িয়ে । 

একটা বিষয় আমরা পরিষ্কার করতে পেরেছি যে কবিতার ক্ষেত্রে কাব্যধর্মীতাকে বজায় রেখে নতুন কথন বলন আনার চেষ্টা করছি যার মধ্যে পাঠকের কিছু space অন্তত যেন থাকে । এবং জিরো বাউন্ডারি কবিতার ছাঁকনি বেশ কঠিন । জিরো বাউন্ডারি ছাড়পত্র পাওয়া কবিতা নিশ্চয় কয়েক কদম এগিয়ে থাকা এবং বেশ আলাদা, কিন্তু শুষ্কং কাষ্টং নয়। সেই ভাবেই আমরা কবিতা এবং লেখা নির্বাচন করি। 

তবু অবাক হতে হয়,  আমাদের এই অঙ্কুর অবস্থার মধ্যে জিরো বাউন্ডারিকে বিনাশ করার প্রচেষ্টা কেউ কেউ করছেন। জিরো বাউন্ডারির নীতি সংঘাতে নয়, শান্তিতে সহাবস্থানে। তাই আমরা চারাগাছ বাঁচিয়ে চলছি। এটা ঠিক নতুন কিছু চিন্তা বা thoughts আনলে তাকে ছেঁটে ফেলা বা গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত থাকে প্রবল। এ সবই তো স্বাভাবিক। মানুষের ভালো বা মঙ্গলের জন্য নতুন কিছু কথা বলতে চায় জিরো বাউন্ডারি দর্শন  -   তা মানুষ গ্রহণ করতে পারে , অথবা বর্জন করতে পারে  - তাতে কোনো অসুবিধা নেই । কিন্তু আমরা আমাদের কথা বলব,   কাজ করব । তবে আমরা কোনো ভাবেই one  or two man army নই।  আমাদের একটা সুন্দর সুঠাম টিম আছে  ,  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তা বিস্তারিত  -  এটা আমাদের পক্ষে কম পাওয়া নয় । 

সিনিয়র ও তরুণ কবিদের নিয়ে আমাদের এগিয়ে চলা। আমরা কবি তৈরি করে নিই,  অবশ্যই যাদের মধ্যে সম্ভাবনা আছে । অন্যের দল ভাঙানোর পরিকল্পনা আমাদের নেই কারণ জিরা বাউন্ডারি একটি শুধুমাত্র নতুন পত্রিকার গ্রুপ নয়,  একটি দর্শনকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা টিম। দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানুষকে শ্রেণী সংগ্রামের লড়াইয়ের মুখে ঠেলে দেয়,  ফলে - লড়াই লড়াই লড়াই চাই ,  লড়াই করে  বাঁচতে চাই -  এই অবস্থান প্রকট থাকে । জিরো বাউন্ডারি দ্বন্দ্বমূলক বস্তুবাদকে অন্য ভাবে উপস্থাপিত করতে চাইছে  তা হল - মানুষের দ্বন্দ্বের মধ্যে নিহিত থাকে ব্যক্তিগত স্বাধীন space পাওয়ার আকুতি। অর্থাত্ প্রতিটা মানুষই চায় তার নিজস্ব একটি স্বাধীন space থাকুক যেখানে তার ব্যক্তিত্ব বিকাশ ঘটবে । জিরো বাউন্ডারি সেই স্বাধীন space তৈরির দিকে তার দর্শন প্রক্রিয়া রেখেছে। ফলে এই চিন্তনে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া থাকছে। একে অপরের বিরুদ্ধে লড়াই থাকছে না। অন্তত বর্তমান পরিস্থিতি সেই দিকেই 



ছবি ঋণ:- অনিন্দ্য কেতন গোস্বামী 



No comments:

Post a Comment