জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অসীম ভুঁইয়া




হুল



বৃষ্টি রাত । সমুদ্র স্রোত
একলা চলার ভয়
দিনান্তে আজ রক্ত এঁকে ভীষণ পরাজয়
#
ঘর ভেঙ্গেছি ,দোর ভুলেছি
স্বপ্ন বোহেমিয়ান
গভীর মেঘে চাঁদ পেড়েছি ,কলঙ্কেরই গান
#
মৃত্যু নিয়ে মিথ্যে শপথ
অষ্টপ্রহর শেষ
পায়ের পাতায় আঁকচিরা দাগ ,বুক ভরা বিদ্বেষ
#
অনেক কথা পিছলে পড়ে
পথে ছাইয়ের ধূলি
মরীচিকার ভ্রান্ত জলে করছি কোলাকুলি ।
#
বাঁক ফিরে যাই ,অন্ধগলি
চিনতে অনেক ভুল
সময় ঘিরে বিঁধে আছে, অনন্ত এক হুল ।








মৃত্যুর সমাগম


এত মৃত্যুর সমাগম দেখতে দেখতে রাত্রি ফুরিয়ে যায়
বুকে পুরনো ব্যথা জেগে  ওঠে বারবার


#


স্মৃতির জঙ্গলে  হেঁটে হেঁটে পার হয়ে যাই নদীপথ
নুড়ি –বালির বাহিত দ্বীপে নিঃসঙ্গতার পাঠ নিই।
নেমে আসে হাওয়ার সংকেতে অসংখ্য পতঙ্গ
ভোর হতে না হতেই যারা আলোর নিশানায়
চির অন্ধকারে চলে যায়


#


ভীষণ শৌখিন সময় পেরিয়ে এসেছি আমরা !
বুঝি না কোনও মানে পথক্রমার...
শুধু একটি মশাল হাতে পথে বা বিপথে ছুটে যাওয়া
পেছনে রাত - বেরাত ফেলে আসা


#


ধীরে ধীরে শুকিয়ে যায় কপালসিরির জল
মাঠের চৌচির চ্যুতিরেখাতে ঢুকে যায় বিবেক ...
যেন বলি রাজার পাতাল প্রবেশ ।


#


আর কোনও কথা পড়ে নেই কোথাও ।
শুধু উড়ে যাওয়া ছাইয়ের ভেতর নিঃসঙ্গ অন্বেষণ ...










No comments:

Post a Comment