জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অসীম ভুঁইয়া





ব্যথা 
সন্ধ্যা ভেঙ্গেছে প্রতিবন্ধী আঙ্গুলে
জড়ানো ঘুমে মিলন- কথা
ধীরে ধীরে মুছে যায় সমস্ত গোপন ব্যথা


একাকার 
উষ্ণতার ভেতর অসংখ্য ভাঙ্গা গড়া -
কার ছবি আঁকে বারবার
আমার ভেতর তো সবই একাকার




রূপকথা 
নিবিড়তার ভেতর জেগে ওঠে রাতের জ্যোত্স্নারা
স্মৃতি আসে চোখে -বুকে
অজানা সুখ এক রূপকথা লেখে



ফাঁকি 
রূপসাতে মাখামাখি হয়ে রোদ ছুড়ে দিই
শুরু হয় ওঠানামা -বুকোবুকি
শেষ রাতে  বুঝে যাই কার কত ফাঁকি 




No comments:

Post a Comment