জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

আশিস চৌধুরী















গণতন্ত্র


গণতন্ত্রে সুখে থাকা যায়
এই ভাবনা হোঁচট খাচ্ছে লাঠিতন্ত্রে
দশে মিলে একজনকে লাঠিপেটা করছে দেখে
সেই আপ্তবাক্যটি পালাবার পথ খুঁজছে
গণতন্ত্রের উৎসবে শিলমোহর দেওয়ার আগে
মানুষ সেই মেশিনটির কাছে দাঁড়িয়ে ঘামতে থাকে
গ্রামে-গঞ্জে যে জলসত্র খুলেছে
সেখানে নিবুপানি কোনও কাজেই আসবে না
এতসব বলছি বলে
হিটলারের কথা একবারও মনে আনবেন না
এই গণতন্ত্রের জোব্বাটা ফালাফালা করে
গণতন্ত্রেই আস্থা রেখে আসুন একটু স্বাস্থ্য পান করি।




সর্পতে রজ্জুভ্রম


রজ্জুতে সর্পভ্রম হলে ভয়ের কিছু নেই
সতর্ক হওয়া যায়
কিন্তু সর্পতে রজ্জুভ্রম হলে
ছোবল যে খাবেন সে ব্যাপারে সংশয় নেই
সব সাপ বিষধর না হলেও
লাল নীল  সাদা সবুজ গেরুয়া রঙের সাপেরা
কিন্তু বিষধরই

বারবার সর্পতে রজ্জুভ্রম
আর আমাদের অসতর্ক হওয়ার মাঝে
যে সময়ের ব্যবধান
সাপেরা সেখানে নিখুঁত সময়জ্ঞানের পরিচয় দিচ্ছে।




No comments:

Post a Comment