জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সফিকুজ্জামান














মৃত প্রেম


এক পেয়ালা গরম চায়ের বাষ্পের মতো
একটু একটু করে উবে গেলে তুমি
তোমার সোনালী রোদে আমার শিশির ভেজা
সকাল,দুপুর সূর্য কেড়ে নিলো
কাগজের ঠোঙার জীবন এখন প্লাস্টিক
ক্যারি ব্যাগে আষ্টে-পৃষ্ঠে মোড়া
গনগনে আঁচের উপর,আমি উত্তপ্ত বালিতে
জ্বলে জ্বলে এখন অখাদ্য পোড়া মুড়ি
কালো কাকের বাসাতে ভুল করে ডিম পেড়ে
গিয়েছিল,মিস্টি সুরের কোকিল
তারপর দিন-রাত চলে গেলো সময়ের
স্রোতে,তুমি আর ফিরলে না কোনোদিন!
অশান্ত আত্মার মতন মৃত প্রেম কবর
শশ্মান ছেড়ে আসে লোকালয়ে
গভীর গভীরতর রাতে সে আত্মার রক্ত
চক্ষু হতে ঝরে পড়ে অশ্রুধারা অবিরত
সুখের স্বর্গে দেব-দেবী আর তার দূতেরা
চক্ষু বুজে থাকে চিরকাল মর্ত্যের দুঃখে





   রমা তুমি
           

প্রত্যাখ্যাত জীবন
অবজ্ঞার অগ্নি বর্ষণ
তাচ্ছিল্যের লেলিহান শিখা
ভালোবাসা-প্রেম বাকি রয়ে গেল -জীবন বন্ধন

          অন্তরায় হাভাতে সময়
                গৃহহীন বাস
  দৈন্য পিশাচের দায়ে বন্ধক সম্মান
দেওলিয়া অট্টহাস্য করে,গারদ আড়ালে;

           আধখানা বাঁকা চাঁদ
              ওষ্ঠ ভরা হাসি
সে তো ফিরে এলোনা আর
       দরিদ্র জীবনে....

আরবার নেব আমি ফড়িং জীবন
রমা তুমি জন্ম নিও সবুজ ঘাস হয়ে
           দিগন্ত প্রান্তরে
কোনো এক পোড়ো নদীর ঘাটে
যেখানে মানুষ যাবেনা কোনোদিন....





No comments:

Post a Comment