জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মিঠুন চক্রবর্তী



মানুষ, ঈশ্বর এবং প্রেমিক


গাঢ় অন্ধকার। অথচ, আমি রাত্রির কথা বলছি না,
সেখানে তো চাঁপা-হলুদ গাঁদার একটি কুঁড়ির ভেতর 
নরম ছায়া, শিশুকে ঘুম পাড়িয়ে রাখে ভোরের স্বপ্নে...

আমি দেখছি সেই অন্ধকার,
যেখানে সন্দেহ -তির-বিষ আর হাজার বার মরা
মানুষের লাশে জন্মাচ্ছে আবারও একটি মৃত মানুষ। 

এখানে জল এবং বরফের মধ্যকার হারানো উষ্ণতায়
পত্পত্ করে উড়ছে খণ্ড-খণ্ড আগ্রাসী সীমানা...

এ সীমানায় কোনও শিশু নেই, ফুল নেই, বৃষ্টি নেই...

এতকিছু নেই-এর মধ্যে সীমানা ঘিরে দাঁড়িয়ে আছে
                                        কেবল রঙ মাখানো ঈশ্বর। 

অথচ, রঙ মাত্রই বসন্ত নয়, 
                                       মুখোশেও রঙ দরকারি।

চেয়েও মানুষকে আর বিশ্বাস করতে পারি না,
ঈশ্বর! ঈশ্বর যদি গাছ হত লাগিয়ে রাখতাম 
                              মানুষের রাস্তায় এবং ঘরে। 

এত অন্ধকারের মধ্যে - এত না বিশ্বাসের মধ্যে
দেখেছি, ফসফরাসের মতো এক রাস্তা 
                  আকাশমুখি, শ্রাবণের মেঘ ছুঁতে হাঁটছে...

প্রেমিক, তবে তোমাকেই বলি, শোনো-
'কবুল'- এর উত্তর দাও, ' যদিদং হৃদয়ং তব... '










No comments:

Post a Comment