জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শ্রাবণী সিংহ


এতিমখানার সন্ধ্যা


এতিমখানার বুকে সন্ধ্যা নামে। 
এই শহরে গাছেদের সব জানি, সম্পর্কের কিছুই জানি নে।
 
মালসার ভিতর কেঁপে ওঠে অজাচারের ভ্রূণ ।

আবার এসেছি। বোহেমিয়ান কষ্ট চেপে রাখি
কি করে চেপে রাখি
  বল তো? এক পুল শূ ন্য তা...
নাড়কেল নাড়ু হাতে ঘুরে বেড়ায় লক্ষ্মীছাড়া শৈশব ,
ডাইনিং টে্বিলে পড়ে আছে এঁটোকাঁটা
ডাষ্টবিন খুঁজে পায় অবশেষে।
সবটাই মেকি, একদিন পূর্বজ যারা 
সবাইকে নিয়ে চলার কথা ভাবত, আজ তারাই বলে
 
   একা থাকার জন্য তৈরী হও।





ঈশ্বরের সমাধি

১)

বহুদিনের পরিচিত সাবানের গন্ধটা করোটির অন্ধকারে মিশে যায় একভাবে-
একদল নিঃসঙ্গ মানুষ একাকী মনের ব্যবচ্ছেদ করেন 
মর্গের মত দমবন্ধ ঘরে।
জীবন থেকে  পরীর প্রণয় যে অনেকটাই দুরত্বে...


২)

অস্পষ্ট স্মৃতির মাইলফলক। কোনোটার রঙ, কোনটা সংখ্যা উড়ে যাওয়া...
পৃথিবী তার বুকের ঘাসের রঙ বদলে ফেলে ঈশ্বরের সমাধিতে,
মৃত্যু থেকে সার্ধশত দূরত্বে
আলোর
  রেত পড়ে যেখানে

কবিতা
  জ্বলে নির্ঘুম নক্ষত্রপুঞ্জের মত!




No comments:

Post a Comment