জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অভিজিৎ দাসকর্মকার



ইতিহাসে জন্মায়


লাসভেগাসের হাততালি রোসনাই
হোমথিয়েটারে রিমেক সন্ধ্যায়
শহরতলি পল্লিগলি মোড়ে
গোলাপের মুখে হরপ্পার ইতিহাস।

সমাজ পোষাকে নিষিদ্ধতায় 
পরাগের মিলন বেলায় পুং-কেশরের মহাকাব্যিক ক্ষার রস স্ত্রী-কেশরে 
উত্তাপে ব্যাকরণ ধাতু।

বলার কথা অনেক হলেও ডাক দেয়-
কই গো?
দালানদাওয়াতে বসে পকেটে গর্ভাশয়
গ্রাসনালি কক্সিসে নিকোটিন জমায়
হাতঘড়ি দাম দেয় শরীরের খরচার।

পৌরুষ গায়ে নিয়ে সতীত্বে ইমোজি হাসে।
অন্ধকার সন্ধ্যায় শূণ্যের ব্যাকহোল...








কিশোরী যৌবন


বত্রিশটা দরজার বর্গি সন্ধ্যার সামনে
শিশুগাছ দুয়ারের গালে
মেঘের কান্না কপি-পেস্ট করেছে 
চাতকের আয়ন মুক্ত চুমু।

সমস্ত পোষাকের পিছনে
উলঙ্গ আমারই ল্যান্ডমার্ক।
তৃতীয় পুরুষটি প্রেম পায়নি 
নিম ফুলের সাদা গলায় 
ডাউনলোড হয় ক্যানভাসের সংসার।

প্রচ্ছদ ইলাসট্রেশনে গাছটি  দাঁড়িয়ে আজও উঠোন আগলায়।
শৈশব জানে না রুজ মাখা 
কিশোরী যৌবনের পা...





No comments:

Post a Comment