জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুদীপ ঘোষাল




পরম্পরা


বৌ টার সংসার করার সাধ ছিল খুব
আশিটা বছর মহাকালের কাছে বিন্দুবৎ
তিনি পরলোকে যাওয়ার পর পুত্র বধু
খাটের তলা আর বাঙ্ক থেকে কুড়িটা কড়াই
তিরিশটা হাতা আর দশটি হাঁড়ি বের করলেন
খুব খুশি মনে বউ টি নিজের মনে করে রেখে দিলেন
ঢেউ বড় চঞ্চল সৈকতে আছাড় মারে বারে বারে
উত্থান পতনে চলে আসে বারবেলা পাঁজির সময় সূচী
প্রথামত  শ্মশান এগিয়ে আসে তিরিশটি হাতার  কাছে
সংসারী বুড়ি তার পুত্র বধু র হাতে রেখে যায় পরম্পরা
আসলে আমাদের নিজের বলতে কেউ নেই কিছু নেই
আছে শুধু সংসার সাজানো খেলা.. .







No comments:

Post a Comment