জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুকান্ত ঘোষাল















মাথার গলিতে


কষ্টের বাগিচায় হনুমান আটকে গেলে
                 অদ্ভুত 
মনের কথা আর সেই অবশেষ 
কল্পনা জাপটে কাগজফুলের পশ্চাৎ
আঠালো সেদিন

কিছু পিকচার এখনো বাকি
গলা জড়িয়ে রাস্তায় নেমে দাঁড়িয়েছে।
মাথার গলিতে পুরোটা ঠিক হল না

নষ্ট ভূখন্ডের লীনতাপ




জীবন চিটেগুড়


উপরে ভ্রমর এলে জীবন চিটেগুড়
                   এবং 
একটি মুরগীর ডিমের চেয়েও
পিছনে তোমরা ফুঁ দিয়েছিলে হাওয়ায় ।

যেগুলো বুক দিয়ে ভাবে 
সুখের ওজনে ভর দেয় মেঘ।
সে ও কিনা জলে নেমেছে
                 কুমির

মর্মে তুলো জড়িয়ে তোমায় 
                জানলাম 
আমার পরাগধানী ভিতরে ভিতরে 
শুকিয়ে যাচ্ছে একমাত্র কুয়ো





No comments:

Post a Comment