জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অয়ন মণ্ডল
















*HONEST LOVER ও মেছো বিড়ালের ফেবল*


Honest Lover বলেছ তুমি আমাকে শ্রদ্ধা। স্কুলের গণ্ডী পের হয়েছি বেশ কয়েক বছর, বিনা টিকিটে ভ্রমণও করেছি বিস্তর। এখন স্টেশন চত্ত্বরে গজিয়ে ওঠা কোল্ড ড্রিঙ্কসের দোকানে ডাগর হওয়া বুক দেখলেই তোমাকে ভাবি। আর কাঁপতে থাকি প্রথম সৃষ্টির বীজ আমিই ছড়িয়ে দেব বলে। কিন্তু তোমার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলা যুবক, যাকে তুমি হোলির পর হোলি লাল আবির মাখিয়ে গেছ, তার হাতে কোন সার্থক কবিতা ছিল না...আর এই আমি মানে সেয়ানা প্রেমিক, দিনরাত রগরগে খিস্তি, Brazzers-এ সানি লিওনির চাঁছা যোনি আর উঠে যাওয়া মাছ বাজারের পচা গন্ধের মতো সুখ নিয়ে, পাশ কাটাচ্ছি রোজ---তোমার আমার বন্ধুত্ব এখন 4G সিমে আবদ্ধ। ওগো শ্রদ্ধা, চেনা মুখ আর নরম শরীরে কত সাবান ঘষবে। হাসতে হাসতে একবার নদীর দিকে পাশ ফিরে শোও...ছোঁয়াছুয়ি আর পাশবালিশের ঢ্যামনামো ছাড়া সত্যি আজ জিপার খুলতে ইচ্ছে করে না। 

আমি তো সেই হতচ্ছাড়া আকাঙ্ক্ষার ভূত যে শালা বারবার টেঁসে যাওয়ার বাহানায় বিনেপয়সার পংক্তি ঝাড়ে কিংবা সুযোগ পেলেই লিখে ফেলে শান্ত না হওয়া প্রেমের কবিতা...

প্রেমের শহর বলতে, সবাই যখন মেট্রোয় চুমু খাওয়ার মতো আধুনিকতা খোঁজে...আমি আশ্রয় আর তুমি ধান-দুব্বো-সতীচ্ছদ আগলে বসে থাকা সেই মেয়ে, যাকে নিয়ে মায়ের স্বপ্নগুলো বোবা গাছের মতো দাঁড়িয়ে আছে। 

যাইহোক, এত আদিখ্যেতা করলে চলে না এখন---প্রিন্সেফ ঘাট কিংবা চলন্ত UBER-এ পাতাপাহারি পোশাক খুলে ফেলার কায়দা শিখে ফেলতে হবে---

পারবে না, আমাকে সবুজ রঙের বিশ্বাস উপহার দিতে---সঙ্গে একটা মেছো বিড়ালের কাটা বেছে খাওয়ার ফেবল(Fable) ।





No comments:

Post a Comment