জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শান্তনু পাত্র















পরিপূর্ণতা
            

বজ্রবিদ্যুৎসহ ধেয়ে আসা চোখ
খুন করতে চাইছে ভবিষ্যৎ,
                                  সৌজন্যতা
লকলকে আগুন পুড়িয়ে ফেলছে
                                অর্ধেক মানুষ
ফায়ার ব্রিগেড বড়ো দেরিতে পৌঁছায়।

মেট্রোর চাকার নীচে
কাটাপড়া ভালোবাসা দেখে
লজ্জায় গুটিয়ে যাই
        লজ্জাবতী, শামুকের মতো
মুখ লুকাই আলমারির গোপন
                                         ড্রয়ারে।

আধুনিকতার ঠিক নীচে
ছদ্মবেশী বাকল সরে গেলেই
ঋতুশেষের পুরানো রক্ত, মাংস, হাড়।
প্রতি শীতে বাকল ত্যাগ করলেই
পরিপূর্ণতার খুব কাছে পৌঁছানো যায়।








No comments:

Post a Comment