জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবকুমার দাস















বৈশাখী তরুণীর ছাতা
               

কোল্ড ড্রিংসের বোতলে হিম বাহ সম্পর্কিত
গ্রীষ্মকালীন কবিতা লিখতে থাকলে
ছাতা মাথায় হেঁটে আসে বৈশাখী তরুণী
ডায়াবেটিসের ভাবনা ভুলে তার সাথে চলে যায়
ভূগোলের ম্যাপ
একটা শীতের মাফলারে
যত টুকু বরফ জমে তার পরিমান
রক্তে চিনির সমান
ছাতা মাথায় তরুণী জানে
বৈশাখে ওর  ছাতার তলায় হাঁটা
একটা বিমূর্ত শহর বয়েস গোনেনা
          





বাথরুম লিরিক-৩
          

রাত বেহালার তারে আরক্ত রান্না ঘর
অনুপমা সিরিজ ছড়ানো গ্যাস ওভেনে

আর একুশটি প্রেমের কবিতা
সমুদ্র জাগরনে

বাথরুম লিরিক জলের গেলাসে থাকবেই

সেপ্টিপিনের বন্ধন থেকে বেরিয়ে আসা
চুম্বন প্রকাশিত হয়ে গেলে











No comments:

Post a Comment