জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

“ অচেনা অর্কিড” : পূর্ণপ্রভা ঘোষ


নিবেদিতা ঘোষ মার্জিত





বইটির নাম “ অচেনা অর্কিড”আমি অনেক দিন পর এমন দিলখুশ করা একটা বই হাতে পেলাম। ভালোবাসার সাথে বইটির জন্মদাত্রী , পূর্ণপ্রভা ঘোষ দি নিজে এটা  উপহার দিলেন ।বইটির প্রকাশক অভিযান পাবলিশার্স। যেমন সুন্দর প্রচ্ছদ তেমন ভালো প্রিন্ট। সাতটি ছোট গল্প আর একটি উপন্যাস আছে। এক কথায় পরিপাটি। আমার মতো অলস লোকের কাছে বই বেশ সুবিধা জনক মনোরঞ্জন।
গল্পগুলো হল “ অচেনা অর্কিড” “গানের ভেলায়”, “জল থৈ থৈ নদীটি ‘সই’”, “নিশিপদ্ম”, “সাঁকোটা দুলছে,” “নারকেল গাছ”, “শ্যামল সীমায়”।উপন্যাস টির নাম হল “না রহস্যের মাঝে”। প্রথম গল্প টি “ অচেনা অর্কিড” –হুম ।বেশ প্রেম প্রেম মাখো মাখো ব্যাপার। মিড লাইফ এ প্লেটোনিক প্রেম। ছুঁয়ে গেল। “গানের ভেলায়” গল্পটা কে পূর্ণা দি অসামান্য দক্ষতার সাথে একটি মননশীল ন্যারেশান লিখেছেন। কিছু বলার নেই।একটি প্রতিবন্ধী মেয়ে ,তার প্রেম, হেরে যাওয়া, প্রবঞ্চিত হওয়া, ক্ষমা করে দেওয়া। বড্ড কান্না পেল পড়ে। “জল থৈ থৈ নদীটি ‘সই’”গল্পে সাধু মাস্টার বলে একটি চরিত্র আছে যেটা বড্ড শরতচন্দ্র আর তারাশংকরের নায়কদের কথা মনে করে দিল। পরোপকার আর নিঃশব্দ ভালোবাসা। মায়াবি একটি লেখা। “নারকেল গাছ” গল্প টিতে লতিকা আর রানু আছে। লতিকা বড্ড দক্ষ একজন মানুষ। আর রানু তার জা। রানুর বর টি একটি ভয়ানক জন্তু বিশেষ। গ্রামের রাজনীতির নীতি হীনতা, আর তার মর্মান্তিক সমাপ্তি। এই গল্প লিখতে গিয়ে পূর্ণা দি বেশ কষ্ট পেয়েছে আমি বুঝতে পারি। কিন্তু লিখেছে। দক্ষতার সাথে। কলম ঋজু রেখে।
পূর্ণপ্রভা ঘোষ দি সম্বন্ধে কি আর বলি। বড্ড সাদা একজন মানুষ। অনেক গুণ কিন্তু প্রকাশ করেন না।এখন সাহিত্য আর সঙ্গীত একসাথে চর্চা করেন-ভালোবাসার সাথে, নিষ্ঠার সাথে। আর তাঁর প্রশ্রয়ে আমার মতো মানুষের ধৃষ্টতা হয় রিভিউ লেখার।
না গোটা বইটা এখন ও আমার পড়া হয়নি। সব ভালো খাবার যেমন একসাথে খেয়ে নিতে নেই, ভালো জামা বাড়িতে পড়ে নষ্ট করতে নেই।তেমনি পড়লেই শেষ হয়ে যাবে । আপনারা ও পড়ুন না। খুব অল্প দাম বইটার। মাত্র ১৫০।


বইএর নামঃ“ অচেনা অর্কিড”
প্রকাশকঃ   অভিযান পাবলিশার্স।

No comments:

Post a Comment