জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রাহুল প্রামানিক



বাঁচা যুদ্ধের রূপগাঁথা
                  

অবান্তর কিছু প্রতিফলিত হবে না তোমার কাছ থেকে 
আরও জানি , বিশেষ কিছু বিধিনিষেধ । এগুলো -
আছে তাই তোমার কাছে যেতে মন বড় উদ্বেলিত হয় 

কোনো প্রাপ্য ইচ্ছা নিয়ে আসিনি যেটা তুমি পছন্দ কর না 
সে কারনে সমস্তটুকু অর্ঘ্য হিসেবে দিয়েছি বহু কাল 
সংঘর্ষ – বিক্ষোভ – অবরোধ যাই আসুক না কেন 
মেনে নিতে রাজী আছি তোমার মুখ চেয়ে ,

চাপান – উতোর – বাড়ে সম্পর্কের শীর্ষ বিন্দু বরাবর
নৈতিক সমর্থন যেটুকু গুচ্ছিত ছিল তা বাস্তবায়িত করবে
অনেকে একে পাগলের ভিমরুতি মনে করতে পারে 
কৌশলে ছড়িয়ে দিতে চায় অসন্তোষের গ্রাসানল
তবু কারফিউ অস্বীকার করতে পিছু পা হব না 

শুধু তোমার পাশে থেকে জীবন যুদ্ধের রুপগাথা গড়ব…







বাকিটা ঘরোয়া
         

ঘামছে আর ভিজে যাচ্ছে ; ক্ষত স্থানের প্রসার রমরমা 
পারদ তার সীমানার মধ্যে নেই ; ক্রমশ উর্দ্ধমুখী
খন্ড খন্ড মুহূর্ত গুলি জোড়া দেওয়ার সঠিক সময় 
না.. । কোনো নির্ঘন্ট মেনে অপেক্ষা করার দরকার নেই
বা কোনো দিনক্ষন মেনে থেমে থাকা যাবে না 
সূত্র মেনে ঘরোয়া প্রনালী গুলি প্রতিস্থাপিত করা উচিত
গান বা যে সুরটা জড়িয়ে গেছে জীবনের মোহনায় 
তাকে সমাদর করে গড়তে থাকার প্রবনতা গুছানো থাক

আন্দাজে বিষয় উপস্থাপন করার যেটুকু আশা রয়েছে 
তাকে আবছা মোড়কের মধ্যে রেখে লাভের হিসাব বোকামী 
স্বাদ বা ভিন্ন পন্থা মিলে যায় , মিশে যাবার জন্য
হস্তক্ষেপ দ্বারা বদলানো যায় না 
স্বত:স্ফূর্ত প্রবাহ যত সামনের দিকে যাবে , ভাঙা গড়ার 
বীজমন্ত্র টুকরো টুকরো কোলাজে আটকে যাবে 

তীক্ষ্ণ বরফকুচির আঘাত আবশ্যিক নয় ; ইচ্ছানুযায়ী হয়ও না 
তবু পাহাড় গুলো তার রুদ্ররসে ঢিবি হয়ে যায়…





No comments:

Post a Comment