জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

মহাজিস মণ্ডল















রোজনামচা
                             
ভাসা ভাসা শব্দগুলো আজ কবিতা হতে চায়
সমস্ত নির্জনতা ছুঁয়ে নেমে আসে মেঘ
আর মেঘের মতন মায়ের ব্যস্ততা দেখি বাড়ির ভেতর
বাবা অফিসে গেছে নিত্যদিন যেভাবে যায়
কেউ কি জানে হঠাৎ কেন বৃষ্টি নাবে
কেন দহন ব্যথায় জড়িয়ে আসে চোখ
অতলান্ত সম্পর্ক ভেঙে ভেঙে জমা হয় অন্ধকার
ক্লান্ত আটপৌরে জীবনটা তবুও টানতে হয়
কলুর বলদের মতো প্রতিক্ষণ প্রতিনিয়ত


No comments:

Post a Comment