জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

তৌফিকুল ইসলাম চৌধুরী



জ্যোৎস্না আর তুমি
            


       কৃষ্ণপক্ষ রাতের ছায়া ভেঙ্গে টিকরে পড়ে /
       রুপবতী  চাঁদ , সে আলোয় একাকী /
       স্নান সারে এক কুমারী হরিণ । /
       হৃদয়পুরে আমার একাকীত্বের ভেতর /
       নির্জনে ঘাপটি মারা বিল্বস্তনী নাগর , /
       শ্বাস- সমুদ্রের উথাল- পাতাল ঢেউয়ে /
       ভেসে বেড়ানো দ্যুতির ধূপছায়া ।/
              :
       জ্যোৎস্না আর তুমি -- নিস্যন্দিত কোন্ /
        দ্যুতিয় সারবো আমি স্নান ? /
        ঘুম ঘুম রাতে জেগে থাকা /
        তুমি আমি আর  রুপবতী  চাঁদ /
        বিবসনা পলির নীলিমা দেখবো বলে /
       বন্যতার তৃষায় দুরাগ্রহে কাটাই রাত । /
        রহস্যের কুহকী ঘোরে অবশেষে /
       রাতের উরুর নীচে তড়পাতে তড়পাতে /
        প্রচণ্ড জ্বরে কাঁপছে অামার প্রিয়মান শরীর। /






         

No comments:

Post a Comment