জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবাশিস কোনার




বাণ


ঝড় বহে গেছে তীব্র বেগে
আগল ভেঙ্গে শুধু অভিযোগ
তদন্তে নিজের মুখ আরশির আড়ালে
মিথ্যার স্বর্ণচুড়া ছুঁয়ে - - - 
মাপা হয় নি পবিত্রতা
#
যা দমকা হাসি ঠেলে
বের হয়ে আসতে চায়
#
বাণ ডেকেছে সমগ্র বাংলা জুড়ে
#
কলকাঠির ভেতর আলো - অন্ধকার
#
সেই ক্ষতে মলম লাগাতে আসছে পাল্টা - - - ।
   





নকল 


বন্দরের কাজ শেষ হলে এসো বাগানের কদম তলায়
সমস্ত হিসাব মিলিয়ে যা যা ত্রুটি ঠিক করে নেব
বিকালগুলির হারানো মহিমা আবার ফিরে আসবে
তুমি হাসবে আগের মতই আর গ্রীষ্মের ঘাম
মুছে দেবে আমার মুখ থেকে তোমার শাড়ির আঁচলে 
#
আসলে পা থেকে মাথা পর্যন্ত সবটাই আমাদের নকল
প্রতারণার ধকল যে সহ্য করতে পারে সেই মানুষ
যারা পারে না তারা সুইসাইড স্কোয়ার্ড 
চাষি - জেলে - মুটে - মজুর - অনর্গল বকতে পারা যুবক
সকলেই আছে এর ভিতর শুধু তুমি নেই
#
তুমি নেই বলে আমি বেচে আছি হয়তো
আমি প্রান্তসীমায় দাড়িয়ে আজো দেখতে পাই
কারা যেন বলতে বলতে যায় , এটা কবির বাড়ি
আমি তাড়াতাড়ি খুলে ফেলি তোমার প্রোফাইল - - -






No comments:

Post a Comment