জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বৈশাখী নার্গিস



















অন্ধকারের সিম্ফোনি


১.

কিছু স্বপ্নের বায়োপসি রিপোর্ট বলছে গতকাল বলে কিছু নেই।
তুমি পকেট হাতরে খুঁজে নাও গ্যলিভার ট্রাভেলস। একবার সমুদ্র,
একবার নদী । তারপর নালা খাল পেরিয়ে তোমার পা এসে
থেমে যায় ট্র্যাকে। মন খারাপ বলতে তুমি জা নো হলুদ দুপুর।
যেভাবে প্রত্যেক টা সময় মেপে মেপে নতুন সূত্র তৈরী হয়,
তুমিও আলোক কনার বিপরীতে মেলে ধরো প্রতিবিম্ব।
ছায়ারা দীর্ঘ হয় শরীরে ...


২.

টেকনিক্যালি কিছুই অবশিষ্ট থাকে না। যে বীজ পুতে দেওয়া
হয়েছে বহুদিন আগে। তারপর সূর্যাস্তের ওপারে পড়ে থাকল সম্ভাবনা।
আক্কেল দাঁত নাকি বুভূজেলা। তুমি বরং জামার বোতাম খুলে শর্তের
ভেতর চলে যাও। একটা অধ্যায়ের পর সবকিছুই বদলে যায়।
যেভাবে চশমার কাচ্ মেপে নেয় দিন রাত্রি।
আর তুমি একটু একটু ছড়িয়ে প রো প্রতিপক্ষের কক্ষপথে


৩.

এখানে সবাই বদলে যায়। এমনকি যে ভালবাসে সেও।
ক্রশিং এ হাজার খোয়াইশ পথ আটকে। কে কবে এল গেল
ওসবে কিছু যায় আসে না। মঁশিয়ে আমার একটা আর্জি ছিল।
যখন তুমি একলা হয়ে বন্ধু খোঁজো, কি ভেবে হাতড়াও। হাইওয়ে
ধরে একটা মধ্যরাত গড়াতে শুরু করার পর। ধ্বংসস্তুপের
ম্যানিকুইনে পর্দা টাঙানো থাকে। যদিও দুফোটা চোখের জল
গড়িয়ে পড়ে নদীতে। অসংখ্য ব্রিগেড পেড়িয়ে প্রেম আর প্রেম
থাকে না। মঁশিয়ে ভালোবাসতে গেলে একটা জীবন কম পড়ে যাবে।
নাহলে তো চলতি কা নাম ন দো গ্যায়ারা। বিশ্বাস আপাতত ক্লোব মিক্সে। 



No comments:

Post a Comment