জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

শ্রীমন্ত দে














অস্তিত্ব রক্ষার লড়াই


প্রতিকূলতার মাঝে মেরুদণ্ড সোজা রাখা মুশকিল
যারা রাখতে পারে তারাই তো আদর্শ মানব |
জীবনের কুরুক্ষেত্রের রুক্ষ ভূমি বড় কঠিন
চারিদিকে কৌরব দল আক্রমণে প্রস্তুত |
কাউকে কৃষ্ণ আবার কাউকে অর্জুন হতে হবে
শকুনির দল কিন্তু পাশার দান চালবেই |
দ্রৌপদীরা অসহায়ের মত লজ্জা বাঁচাতে ব্যস্ত
দুঃশাসনেরা কলুষিত করে সমাজের পবিত্রতা |
সভ্যতার প্রসাধনী প্রলেপ খসছে অহরহ
তবুও উড়ছে পরাজয়ের বিজয় নিশান |
অবাক লাগে,দুঃখ হয়,কষ্ট হয় ব্যাভিচার দেখে
অপলকে তাকিয়ে সবাই অপরের দিকে |
আত্মবিশ্বাস,আত্মমর্যাদা তলানিতে ঠেকে গেছে
অভিব্যক্তি লুকানোর প্রচেষ্টা কালো চশমা পড়ে |
আর কতদিন চলবে মৃতপ্রায় হয়ে বেঁচে থেকে
ঘুরে তো দাঁড়াতেই হবে অস্তিত্ব রক্ষার জন্য  |





No comments:

Post a Comment