জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

জগন্নাথদেব মন্ডল




বাউলপাড়া

বেজে ওঠে প্রাচীন মাটির সেতার
কেঁদুলি গাঁ তোমায় অাজন্ম ছুঁয়ে থাকি 

একতারা দোলে হাওয়ায়
অজয়জল এসো স্নান লেখো দাওয়ায়


ওই যে বাস বোলপুরের দিকে চলে গেল
রোগা সূর্য চেয়ে দেখল বাউলপাড়ার অালো


এসো অালো, বসো অালো, মাথা রাখো ওই কচি শিমূলগাছের গায়

তোমায় খড়িমাটিতে গুলে অালপনা অাঁকি অাখড়ায় অাখড়ায়...












ঘাট

কবেকার জল অাজ কিশোর হাত ছুঁল
কে তোমায় ছাতিম পাঠাল?

ছাতিম এখন মাটির টিয়াপাখি
জলে ধুয়ে যায় মিহিন পলিমাটি

মাটির ঘোলারঙ চোখে লাগায় ঝিলিক
একা ঘাটে বসে অাছি পাখির মালিক







No comments:

Post a Comment