জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সন্দীপ দাস



একটা গাছ খুঁজছি 


একটা গাছ খুঁজছি , গোড়া টুকুর জন্য ।। একটা গাছ , বুড়ো গাছ খুঁজছি শোধনের জন্য ।। নানা বদ , চারদিকে ঘেরা আর মাঝখানে একটা জীবন ।। একটা গাছ খুঁজছি জীবনটুকুর জন্য ।।

স্মৃতি ভীষন কঠিন ।। সেই গরম কিংবা শীত - একটা গাছ ডালপালা মেলে ডেকে নিয়েছিল কাছে ।। সময় পেরিয়ে গেছে , কাজটুকুও মিটে গেছে - স্বার্থপরের মতো নাড়িকেটে বাচ্চা বের করে নিয়েছি সেই কবে ।। এর পর দিন কেটে গেছে ।। সম্পর্ক ছিড়ে গেছে ।। তবু সে আজও ডাকে কাছে ।। আমি একটা সেই গাছ খুঁজছি ।।

আজকের যুগ আধুনিক ।। চারিপাশে ইট কংক্রিটের শ্রমিক ।। অতীত টুকু কে আর লালন পালন করে ।। তবু গভীর ভিত তার , নড়বড়ে পাতাহীন দেহ  দাঁড়িয়ে অপেক্ষায় একটা যুগের , ফিরে আয় নিজের ঠিকানায় -- ক্ষমা আর সম্মান ভুরি ভুরি নিয়ে যা কুড়িয়ে ।। একটা গাছ খুঁজছি , গোড়া টুকুর জন্য ।।






চিলেকোঠার প্রেম 


সিঁড়ির কোনে জমে থাকা ধুলোগুলো আজ শরীরময় । রোদের সারা গা ধুয়ে দিয়ে যাচ্ছে মেঘের ভালোবাসা ।। ফোঁটা ফোঁটা দিয়েই হয়েছিল শুরুটা কিন্ত তারপর মেঘের তৃষ্ণা বর্ষা হয়ে জমে উঠেছে আকাশে ।। রোদ ভেবেছিল একবার এই বৃষ্টিতে ভেজার আগে কোনটা ঠিক আর কোনটা বেঠিক কিন্তু তারপর ওই কোনাটা তাকে টেনে নিয়ে গেছে খুব কাছে , আরো কাছে ।। 

তখন মেঘ খুব ছোট , আকাশে ভেসে বেড়ানোর সময় ভাবত এই দিনটার কথাই , যখন কেউ তাকে এনে দেবে এক টুকরো উষ্ণ ছোঁয়া , কেউ তাকেও পাগল করে তুলবে কিছু মুহূর্তের জন্য ।। ভাবনা জড়ানো এই পৃষ্ঠা পড়তে পড়তেই বড় হয়ে ওঠা তার ।। তারপর একদিন প্রেম করে বসা শীতের হালকা রোদের সাথে আর দেখতে দেখতে বসন্তের এই পড়ন্ত বেলায় সেই দিনটাও ছুটে আসবে একদিন ভাবেনি সে কোনদিন ।। 

রোদের চোখে চোখ রেখে ভাবছিল এসব কথাই মেঘ যখন , ঠিক তখনই হালকা এক টুকরো চুম্বন ভালোবাসার - সোজা ঠোটেঁ মেঘের চেতনা ফেরায় ।। হাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে তার রোদ সেই চিলেকোঠার সিঁড়ির তলায় ।। ছুটে আসে সে , জড়িয়ে ধরে রোদ কে ।। সে আজ পাগল , ভালোবাসায় ।। সে কি যে করছে জানেনা কিছুই ।। ভালোবাসার কামড়ে যন্ত্রনা আছে , আরাম ও আছে ।। শরীর নষ্ট হয়েও , তৃপ্তি আছে ।। 

বুকের মাংস পিন্ডগুলো খুলে দিয়েছে সে , মুখে চিৎকার ।। আর ওদিকে রোদের কামড় সে বলদ্বয় , যেন গিলে খেতে চায় ।। পেট হয়ে নেমে আসে প্রেম নিচতলায় ।। মেঘের মুখে একটাই আভাস আজ - আর নয় , আর নয় কিন্তু মন বলছে এভাবেই আদর করে যাও রোদ আমার শরীরটাকে এই ধুলোমাখা চিলেকোঠায় আজ , সে যতই হোক না তার আকাশে কঠিন বজ্রআঘাত এমনকি মৃত্যুও আজ বড়ই তৃপ্তির ।।





No comments:

Post a Comment