জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অভিষেক মিএ




পারফেক্ট


একটা পারফেক্ট দিনের শেষে
সাধারণ মানুষগুলো খুঁজে বেড়ায় প্রেম
আর ফিরে আসে কাঁটা দাগ নিয়ে,
গোধূলিতে।

কোথাও নিশ্চই একটা পারফেক্ট ঘুম আছে
যেখানে স্বপ্নে ভূতের রাজা এসে
দিয়ে যায় ইচ্ছে মত তিনটে বর।

যখন পারফেক্ট অপরাধটা হয়
ঘড়িটা ঠিক বন্ধ হয়ে যায়
আর ট্রেনটাও লেট করে না।

একটা পারফেক্ট অগ্নিকুণ্ড,
যেখানে যুদ্ধ ফেরত সৈন্যগুলো
জমায়েত করে, ভুলে যায় শত্রুতা।

পর্দা উঠে গেছে, পারফেক্ট চাঁদটা উঁকি দিচ্ছে
আর, বৈজ্ঞানিক তৈরি করছে
সময়কে শেষ করে দেওয়া বিষ।







 শীতঘুম


ঘুম ভাঙলদক্ষিণের পাইনের জঙ্গল –
পৃথিবীর বুকে বাজছে দামামা,
সূর্যের তাপ আর এলএসডি জমা হচ্ছে গাছের গোঁড়ায়
হৃদয় আর শেয়ালের পাল চিৎকার করছে একে অপরকে দেখে,
আর, অন্ধকারের বরফ গলে যাচ্ছে ধীরে ধীরে।

বাতাস যেটা চুরি করেছিল, সেটা বাতাসই ...
শীতটা এত বছরের বরফের ঋণে
নুইয়ে পড়েছে।
নস্ট্যালজিয়া সেই রাজার মত,
যে যুদ্ধে হারিয়েছে তার রাজ্য।

সমুদ্রটা কাঁদছে, আর কতবার মরবে সে মানুষের জন্য?
কে আছে তার সাক্ষী?
কে ডেকে আনবে নদিকে?
কেই বা করবে মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ?

তুমি কি শুনতে পেয়েছো?
চল না, আমরা হাত ধরে বুড়ো হয়ে যাই,
তারপর একসাথে চলে যাই শীতঘুমে,
অনন্তকালের জন্য।
শুধু রেখে যাব একটা গিঁট বাধা রুমাল,
অথবা একটা অসমাপ্ত কবিতা।







ইচ্ছেগুলো


যখন গেটের দারোয়ান ডুবে যাবে ঘুমে,
আমি আবার হেঁটে যাব ঝড়ের দিকে,
প্রেমটাও আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাবে, বয়সের মরশুমে।

যখন পাখিরা উড়ে উড়ে বানিয়ে নেবে নিজেদের অস্তানা,
আমি ফিরে তাকাব সূর্যাস্তের দিকে,
অনেকটা পথ হেঁটে গিয়ে ভাবে, ‘এ তো আমার বাড়ির রাস্তা না!’

যখন তলোয়ারটা ডুবিয়ে দেবে ইচ্ছেকে,
আমি তখন বাঁশির সুর বিক্রি করব ব্রিজের অন্য পাড়ে।
কন্সপিরেসি থিয়োরিগুলো বাড়ি বয়ে আনবো, গিফট চেকে।






কারফিউ-এর খুলি


আজ, কারফেউ-এর খুলিটা তারায় ভর্তি,
আমার মুখেও আগুন আর কালচে নোংরা মৌমাছি।
বাগানে লেবু গাছটা স্নান করে আলোয়,
আমার জিভ, চায় সেই কালচে জন্তুটাকে। 
আমার গালে লেগে আছে জঙ্গলের গন্ধ,
আর মানচিত্রের সীমানা খুঁজি তাই।
পাঁজর ভরে নিঃশ্বাস নিলাম,
শুধু ধুলো আর ধুলো, আর কালচে মৌমাছি।

কারফিউ-এর খুলিটা তারায় ভর্তি,
আকাশটাও কালচে, সেই মৌমাছির চোখে।
কালো আগুনে ছেয়ে গেছে তারাদের দেশ
আর, আমিও আমার ভয়গুলো গিলে ফেললাম,
লোম, ডানা শুদ্ধু।
তারপর, ঘেন্নায় থু করে ফেলে দিলাম
মৌমাছি আর তোমার কালচে কারফিউ। 






পাগল হওয়াও দরকার


যত ক্ষোভ জমানো বিশ্বাস,
তবু আমার কাছেই বিষ চাস,
লড়াই চলে নোটের উপর নেতাজি না গান্ধী।

তোর কান্নাগুলো ভাসে,
আমার রঙহীন ক্যানভাসে,
আজকে না হয় সালমান সেজে প্রেমের জন্য প্রাণ দি।

তোর অশ্লীলতার চর্চা,
আজ আমার কাছেই বর চা,
রোজ জীবাণু আগেও ঠিক এইভাবে প্রেমে ভাসতো।

তোর মিথ্যাচারের খুপরি,
কোর্টের নাম দিয়েছি সুপ্রিম,
ডাইরি খাতা ছাই হয়ে গেছে, এটাই এখন বাস্তব।

তোর জিডিপি প্রিয় রাগও,
আমি স্বপ্নে ভাসাই সাগর,
রোজ সকালে নতুন করে আবার তোকে চাই।

তোর মনখারাপের চরকা,
আমার পাগল হওয়াও দরকার,
প্রেম মানে শুধু আঁকড়ে রাখা স্বপ্নের বনসাই 





No comments:

Post a Comment