জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

পৃথা রায় চৌধুরী



কাল 


ভেজা রাস্তায় ছাপ ফেলে মিলিয়ে যায় টানা রিক্সার ঠুকঠুক হুঁশিয়ারি
সওয়ারির মতোই কেউ ছিলো যেন পেরিয়ে যাবার
খেয়াল করা হয় না বাড়ির শুকিয়ে যাওয়া বনতুলসীর কথা ভেবে

ভরা বর্ষায় জংলি এমন চলে যাবার গেরোয় মেতে উঠেছিলো কেন
সে ভাবার সময় থাকে না
মোবাইলের মেমরি কার্ডে অনেক অপূর্ণতা ধরা থাকে পূর্ণতার জলে
তা দিয়ে নদী গড়া যায় কিনা বহুদূরের ভেজা ডানারা নিরাপদ আশ্রয়ে বসে ভাবে

কোন এক শুক্রবারের ছোঁয়া লেগে থাকে ফিরে ফিরে আসা পক্ষে
অ্যাক্রিলিক রঙ কেনার কথা ছিলো যুগলে
হাটেবাজারে বারোয়ারি চোখে একা দোকানির হাত... একেবারে বারণ

সে বসে থাকে এখনো ভেজা বালি গাদায়...
সমস্ত দেখি
মনে মনে কচিবেলায় ফিরে যাই এড়িয়ে যাবার আশায়
প্রতিটা ভোরের কপালে ক্রস চিহ্ন আঁকার কালে
গুলিয়ে যায় জন্মান্তরের হিসেব।






হক্কের


সবে তো ভোরের আগল খুলে দিলো পাহারাওয়ালা
সেই কোন অন্ধকার থাকতে
ঘুমের ধাপে ধাপে উঠে গেছি নির্ঘুম
স্বপ্নেরা বুঝি তোমার সাথে ওপারে খেলে

নিয়ম ছন্দ বাঁধন বুঝি না
এপারে সবাই তোমার হাত ছুঁতে দেয় না নিঃশর্ত
জ্বররঙ এক পক্ষপ্রায়...

আদরের অধিকার নজরবন্দী সেই অতীত কলুষে
বড় জেদি বর্ষা জল শুষে গর্ভিণী
টানটান হাসি আঁকা থাক ভরা কান্নাবিল

ঘণ্টা মাইল উড়িয়ে তোমার পাপপুণ্য মাখি
আধাআধি শাস্তি দেবে বখরায়?





No comments:

Post a Comment