জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুপ্রীতি বর্মন



তারেই আমি খুঁজে বেড়াই।


খুঁজে বেরাই মনুষ্যত্বকে, 
বড় বড় ইট কাঠ পাঁচিলে ঘেরা লৌকিকতায়, 
চাপা পড়া ভগ্নস্তুপ ছাই চাপা ধিকি ধিকি আগুন, মৃত মানবিকতা।
আত্মস্বচ্ছন্দ্যে মশগুল রঙীন উচ্চবিত্তের, 
বাবুয়ানির জৌলুসে হারানো চেতনা।
জাগরুক শশ্মান চেনা জানা ভিড়।

খুঁজে বেরাই আন্তরিকতা, 
মুখমিষ্টি সদভাব ঠেলা গোঁজা আত্মীয়তা, 
ইচ্ছের বিরুদ্ধ স্রোত শুধু বয়ে যাওয়া গড্ডালিকা প্রবাহ।
পকেট ভারির চাঁদোয়ায় মাথা হেঁট হাজার এক টাকা দক্ষিনা।
দাও দাও ঠাকুর আমার ডাকে আগে সাড়া।
আমার স্বজনপোষনে তোমার পক্ষপাতিত্ব, 
হোক আগে নৈবিদ্যের সাড়ম্বর আয়োজন।

খুঁজে বেরাই আদরের হাত, 
টিপটিপ ডিজিটাল স্ক্রীন টাচ্ এ ব্যস্ততা, 
তিনমাথা হাঁটু গেড়ে জল্পনা কল্পনা।
কলকল শব্দমুখরিত ইনবক্স।
পাশাপাশি ঔদাসীন্য শুধু সঙ্গ ফাঁকি।
অলিক কল্পনা তোমার অঙ্গুলিলেহনে আদুরে কায়া, 
আমার ছায়া।

খুঁজে বেরাই ছেলেবেলার ছোটাছুটি এগলি ওগলি, 
তোমার হাত ধরে আমপাতা জোড়া জোড়া, 
মারবে চাবুক চলবে ঘোড়া।
মাঝদুপুরে দীঘির পারে কাঁচা আম চুরি, 
তোমার আমার অপুদূর্গার একবাটিতে, 
ভাগ করে খাওয়া টক, ঝাল ও মিষ্টি।
ছেলেবেলার দে ছুটে উড়ানো ধূলো পথমাঝে, 
গলি পেরোতেই সম্মুখে রাজপথ।
চিকচিক মনিতে শৈশবের স্বপ্ন স্বাধীনতা, 
একদিন খুব খুউব বড়ো হবো।

খুঁজে বেরাই ময়ূরকন্ঠীর নীল রঙে তোমার সাথে প্রথম দেখা।
কল্কাপাড়ে প্রমীলার সাধ হবো একদিন সালংকারা তোমার প্রিয় বউ।
কিংবা গাছগাছালির মোড়ক লাগা সন্ধ্যে পার্কে বড় গাছের গুড়িতে ঠেস।
তোমার কোলে আমার মাথা।
চেয়ে দেখছো কেন ওমনভাবে।
বলতে চাও অনেক কথা, চোখেতে তোমার সেই ভাব স্পষ্ট।
তবুও বুকেতে অনেক কষ্ট জমানো পাথর, 
খরস্রোতার নিষিদ্ধ পাঁচিল।
কি খাওয়াবো কি পরাবো তোমাকে।
আমার তো যৎসামান্য রোজগার।
তবুও মনেতে সাহস যুগিয়ে পাততে চাই তোমার আমার সংসার।

খুঁজে বেরাই তোমার সাহসকে, 
কবে থেকে প্রচ্ছদের মোড়কে অন্তহীন কথাসমুদ্রের আড়াল মলাট।
টেনে হিঁচড়ে আনতে চাই ঐ লৌহপুরুষের বজ্রদ্দীপ্ত রোষানল।
তোমার অকপট স্বীকৃতি আমার শুধু তোমাকে চাই, শুধু তোমায়।

খুুঁজে বেরাই ঔজ্জ্বল্য দীপ্তি নিষ্পাপ হাসি তোমার মুখে চোখে।
আর্থিক নিষ্পেষনের যাঁতাকলে আষ্টেপৃষ্ঠে শুকিয়ে কাঁটা তোমার দূর্বল শিঁড়দাড়া।
নেই কোন কোমরের জোর।
কালো পর্দার অবসাদ ঝুলন্ত স্বাধীন স্বত্তা।
সিলিং ফ্যানে ঘূর্নায়মান, 
 মধ্যবিত্ত মাসিক চিন্তা দশটা পাঁচটা।
ঘুরঘুর মাছি মারা দুশ্চিন্তা, 
তবুও তুমি তুমি করছে আমার হৃদয়ের, 
পোড়াকাঠে শুভমিলন যজ্ঞসমাপন।




No comments:

Post a Comment