জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সিদ্ধার্থ সিনহামহাপাত্র













তখনও কি হয়েছে খুব দেরী
               

এক আকাশ মেঘ কে নিয়ে যখন বাড়ি ফিরছি,
তখনও সন্ধ্যা নামেনি।
চোখের পাতায় রক্তাক্ত উষ্ণতা অনুভুত হয়।
বিষন্ন বিকেল গুলো শালবনের দাবানলে ভিরমি খায়।
ধান ক্ষেত গুলো চাষীর কবর খোঁড়ার তাগিদ নিয়ে
বাঙ্ময় হয়ে ওঠে।


এক আকাশ মেঘ কে নিয়ে যখন বাড়ি ফিরছি,
তখনও পিদিম জ্বলেনি।
গল্পপিসীর গল্প বলা ঠোঁটে তখন তৃষ্ণা নামিয়েছে
মরীচিকা স্রোত।
চাতক গুলো ফিনিক্স হওয়ার লোভে খেয়েছে সব পুড়ন্ত রোদ্দুর।


এক আকাশ মেঘ কে নিয়ে যখন বাড়ি ফিরেছি,
তখনও কি হয়েছে খুব দেরী?
গ্রাম গুলো সব ভাগাড় হওয়ার শখে সাজিয়ে রেখেছে বিয়োজকের আহার।
মেঘ গুলোর অনিবার্য গর্জনে শুষ্কতা মৃদু হাসে।
সন্ধ্যা নামেনি যদিও, শবের বিষন্ন চিৎকারে, রাত্রি নেমেছে দুপুরে।






No comments:

Post a Comment