জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

উপানন্দ ধবল




হোমের ভেতর থেকে 
                                
হোমের ভেতর থেকে স্বাহা নয় 
ওংকার ধ্বনি নয় 
বেরিয়ে আসছে সঙ্গম ক্ষুধার্ত মাকড়সা

কালো বাজিকর আঁকছে কাঠপুতলি
শব্দব্রহ্মের মাঝখানে দাঁড়িয়ে
সুরাসুর দ্বন্দ্ব         অমৃত দখল
সর্বগ্রাসী ক্ষুধা শুষে নিচ্ছে মাহেন্দ্রমুহূর্ত
বলয়গ্রাস পৃথিবী আতঙ্কে পাণ্ডুর 
পণ্য হচ্ছে রুদ্ধশ্বাস আলো

হোমের ভেতর থেকে যাজ্ঞসেনী নয়
শিখায়িত হচ্ছে প্রতিশোধকামী শিখণ্ডির হাসি

                     


      
  পরিধি

বিত্তের ভেতর বৃত্ত আঁকতে গিয়ে দেখি
কেন্দ্রে নুন ক্রমশ ফুরিয়ে আসে
সেফটিপিন গাঁথা জুতোর ফিতেয় আঁটা ক্ষোভ;
হাপুস হুপুস ফ্যানভাতে দ্রুত লজ্জাকে গুমখুন;
আর,হারিয়ে যাওয়া রাজগ্রামের তাঁতের কাপড়ে
মা কেমন বৃত্তের ঘোমটা এঁকে দিতো
                          বাবার চালুনি মার্কা  সংসারে !

দস্যু হাওয়া এসে পুড়িয়েছে  ঘর
বানভাসি করেছে উতলা দ্বারকেশ্বর 
তালিমারা দিনে হাঁড়ি থেকে খোয়া গেছে চাঁদ
তবু আলগা হয়নি মায়ের শেকল !

জতুগৃহ স্মৃতিগুলো সেই কবে 
ছেঁড়া পাজামার সাথে
ভাসিয়ে দিয়েছি দ্বারকেশ্বরের জলে
খুব আফসোস সেই দিন হয়েছিল জেনে
গঙ্গার কিনারা ধরে
আমার গায়ের গন্ধ কোনদিন পৌঁছবে কি
অধরা মাধুরী তিলোত্তমার দুয়ারে !





No comments:

Post a Comment