জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অমিত পাটোয়ারী














এই রোগ

বসন্ত এলে ইচ্ছে করেই ক্ষ্যাপাটে স্বভাব
মন নিঙরানো জবরদস্তি রচনা
চিৎশোয়া হয়ে আকাশের দিকে তাকিয়ে
বৃষ্টির মত পংক্তি আসলে ভালো হয়

প্রয়োজন নেই , সময় হলেই আসবে
তবু কী যেনো , কী যেনো কী যেনো করিনি
খেতে বসলেই মুখে আর কোনো স্বাদ নেই
চিন্তার জট দস্তুর মত বাড়ছে

চোখের তলায় প্রমাণ স্বরূপ ঘুম নেই
প্রিয়জনেরাও আসল কারণ জানে না
তন্দ্রা স্বপ্নে যত দূর দেখি সম্ভব
ধোঁয়াটে কিছু পংক্তিমালা ভাসছে

একবার রোগ বাঁধলেই চিরজীবনে
সুস্থ ভাবে বাঁচার অংকে গড়মিল


 





ভৈরবী

সন্ধ্যেবেলা ভৈরবী দিলে ,
তাই সূর্য দেখি সন্ধ্যার আকাশে
আমাদের মন হল নরওয়ে
বেপরোয়া রাগ ভালোবাসে।

আমরা ক্রমশ জানলা হয়ে যাই
অনাগত রাগ কাছে পেলে
আমরা ক্রমশ বের হই ঘর থেকে
একলা শ্রোতার মুন্ডু চিবিয়ে খেলে ,
টের পাই কোনো নিশাচর মাঝরাতে
উঠোনের মাঝে ভৈরবী হাওয়া শেখে।





1 comment: