জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

বাসব মন্ডল














ক্রাইসিস



চারটে বক উড়ে গেলে
খৈ পড়ে থাকে কালো রাস্তায়
মশারির গায়ে লেগে থাকা রক্ত ও
আজ দ্বিধা বিভক্ত
চটির গায়ের নোনা বালি
যেন ফালি ফালি সফেন স্বপ্ন

আমার ভিতর আমি কে?
তা আমিই জানি না




বৃত্তকে দাগের সমাহার বলতে পারি
হ্যাঁ,বেঁকানো দাগ
শূণ্যতাকে মধ‍্যবিন্দু করে
যে বেঁকানো চাহিদা গুলো
বৃত্ত হয়ে আছে
তার মালিক আমি

আমার ভিতর আমি কে?
তা আমিই জানি না

হে গালিভার
লিলিপুট রাজ‍্যএর ঠিকানাটা আমার চাই




No comments:

Post a Comment