জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুমন কুণ্ডু















অন্ধকারে লেখা 

যা কিছু দোষ দাও সব... সবই ঠিক
যেটুকু বোঝার ছিল ভাবি বুঝিনি কখনও
বুঝেছি যা, তাও ভুলেছি
কিছু ক্ষত শুধু বুদবুদের মতো ভেসে ওঠে মনে
ক্ষত যে একেকটা অস্থায়ী যতিচিহ্ন 
একথা মাথায় থাকে না
কপালও এক খুনে ডাকাত
প্রতিরাতে একটা বরফ ব্যাগে নিয়ে ফিরে
ছিঁড়ে পড়ে অনুভবের হাতল ,
ক্লান্ত স্নান সেরে আয়নায় দাঁড়াই
সেও উৎকোচ চাইলে চোখের কাছে
ইতস্তত ঘরময় উড়ে বেড়ায় বোধের ঝুল
জীবনের সাপলুডো দেখে জমে যায় চাঁদ
তখনও আই পি এলে ম্যাচ ফিক্সিং চলে ,
চলে জেতা হারা
এসবে সেলাই পড়াতে পড়াতে
কর্তব্যপরায়ণ অন্ধকার এত ছেঁকে ধরে যে
তোমাকে আর কিছু লিখতে পারি না !


          


 উত্তর 

উপেক্ষার কোন উত্তর দিতে নেই
হৃদয়ে রক্তপাত হলেও
হাসিমুখে অপেক্ষা করো 
সহজ থাকো । সহজ জল ।
তুমি তাকে অধিকার ভেবো না
তুমি ভালোবাসো , স্বজন ভেবে ।
তুমি সাধকের মতো হও
লাভ ক্ষতির আশা ছেড়ে দিলে
একদিন সে এই হলুদ পাতাগুলোই হাতে কুড়িয়ে নেবে ।
তোমাকে না জানিয়েই কোনদিন
ঝোড়ো হাওয়ায় উড়ে যাবে
অপেক্ষা , উপেক্ষার ধূলোবালি !




No comments:

Post a Comment