জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রণজিত্ পাণ্ডে















প্রতিচিত্র



  কতটা নিকট হলে জল খসে পড়ে
                     তার গ্রাফ হাতে পেলেই যদি
                                    স্কোর করা সহজ হতো
তবে সেই জাল যে ভেদ করা সাধ্যাতীত
                                            এমনটাও নয়

তবুও 
         সুখ রক্ষার্থে বিপন্ন হচ্ছে মানবিক ছুরি
এবং আমারাও ডুবে যাচ্ছি অন্ধকার - ইতিহাসে


জীবন  কে সূর্য গড়তে
                 কিংবা পাহাড় ছুঁতে  হলে
   কমজোরি ইন্দ্রিয়েরও  যখন  আবশ্যক হয়ে পড়ে  
তখন শিরদাঁড়া ছাড়া মানুষ চেনা সহজ হয় না






ভাগাড়তলির বাসিন্দা


বেশির ভাগ মানুষ চাইলেই যদি মঙ্গল এসে হাজির  হয়
তবে যোগ- বিয়োগের কোন  প্রয়োজন থাকে না

বেনো জলের নোংরা গুলোও   দম্ভভরে উড়ছে
কেননা
        কিডন্যাপারের চাওয়া বড়  অঙ্ক 
                                      সেঁটে আছে চোখে মুখে

নিষেধ মানলে যেমন সিগারেট বেঁচে থাকে
      যমদূতদের  ছুটির কারণে আমরাও

অথবা
ভাগাড়ের পচা মাংস যেভাবে উপাদেয় হচ্ছে
        সেই পথ বেয়েই  ঝুলে পড়ছে
                                 কাঙ্ক্ষিত সভ্যতা ও  সংস্কৃতি
                  এবং স্বেচ্ছাচারির   নামের তালিকা






No comments:

Post a Comment