পাখিরা সন্ত্রস্ত বাসার দিকে উড়ে যায়
আলো কমে এলে এখানেও সন্ধ্যা নামে
ল্যাম্পপোস্টের মাথা ঢাকে শিকারি ডানায়
শহুরে ইঁদুরের দাঁত রেস্তোরাঁর নীল খামে...
.
বৃক্ষদিন
রাত্রি যখন তার অন্ধকার দাঁতে
হেসে ওঠে হাওয়ার মুখে
বৃক্ষের বিবর্ণ শুকনো পাতা
বাতাসে পাঁক খেতে খেতে নামে
ফুরিয়ে যাওয়া দিনগুলি...
No comments:
Post a Comment