জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অর্নব মন্ডল



সুখ-টান


নেটিভ্ সেন্সে অনীহা'র গিঁট খুলতেই
আত্মতৃপ্তি-বালিহাঁস

শিকারীর একটা লিমিটেশন আছে
শীতের স্রোতে পরাজয়
ও প্রেমিকার ভয়
                            কাঁচা আলো 

আমি যাকে সাঁঝের কালো টিপে দেখেছিলাম-
       প্রদীপের সংকল্প ছুয়ে দিতে, 

সে এখন হাঁপ ছাড়তে চাইছে
ডানামেলা বিষাদের
              বিদায় গাঁথতে চাইছে! 

কেবল বৃষ্টিপাত ছাড়াই নিবিড় ঘন অপেক্ষা...

উড়ন্ত সন্তরণের হতাশা বুকে নিয়ে
আমার দু'চোখ মিলিয়ে দিচ্ছে

    মুক্ত পৃথিবীর প্রতিকূলে
                  এই অভেদ্য ভেন্টিলেশন.....







উচাটন্


ডিগবাজি সকালের থিকনেস আলোয়-
আটচালা স্বপ্ন

আধেলা প্রেমের ক্ষত নিয়ে দিগন্তের ল্যামপোস্ট দেখছি-

বিষাদ ভেঙে থামানো যায় না কিছুই 

চোখের উপর আষাঢ়ের চিরকুট, 
বসে আছে ধূলিজাল

ড্যাফোডিল অল্লাদের ভিন্ন স্বাদে
দোলা খাওয়া রাত্রিবাস

                             গন্ধ ছড়ায় গায়ে...
পড়শীরা আজকাল আমাকে মালি ভাবে

আর শক্ত প্রেমিকা বিতাড়িত
নগ্ন শরীরে ভিজিয়ে যায়
      বাস্তুহারা ঘরামির এই নির্জলা অন্তর্বাস 





2 comments:

  1. অসাধারণ ��������������

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete