জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সুমনা পাল ভট্টাচার্য















কথা ছিলো, ছায়া হবে....

(১)

সময়ের বয়ামে ভরেছি ছায়াময় গোধূলি
চোখের বারুদে নিরেট হয়েছে অদেখার কান্না
সরে যাওয়া আঙুলগুলি পক্ষাঘাতে স্থবির
:
তবু জানলার ক্যাকটাসে দু-ফোঁটা জলের কি বেদম অপেক্ষা
জঠরের গভীরে দুরন্ত প্রসবকাল, মেঘের গিঁট খুলে নেমে আসুক নাড়িছেঁড়া বৃষ্টি,
 বড় জ্বলন্ত দাবানল....



(২)

বালিশের গায়ে লেগে আছে মেদুর বিকেল
পেঁজা পেঁজা তুলোর গন্ধে আতরের সুখ
গলার বাঁক ছেঁচে নেমে আসে মিলিত উত্তাপ
জিভের নীচে আড়ষ্ট জ্বরে ক্লান্ত শিৎকার
:
বাইরে ঝড়...
বালিঘড়ির চোখে তোমার বাইফোকাল লেন্স
দৃষ্টির স্নায়ুপথে  গুঁড়ো গুঁড়ো তুমি...
নির্নিমেষ  পরমাণু।।





                                  

No comments:

Post a Comment