জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অনিন্দ্যকেতন গোস্বামী















জল পড়ে ছল নড়ে


কেউ তো বলিনি তাকে ছেলের যন্ত্রনা
নিজের তাগিদ দিয়ে নিজেই শুকাবে।
তবুও মৃতের দেশে দমে প্ররোচনা ?
মিডিয়া কার্তুজ ঘোরে কি খবর খাবে!

আমি বাসি রুটি করি আধখানা ভিক
প্রভু তুমি ক্ষমা কোরো ধর্মের বালাই
এখনো খায়নি শিশু চোখ চিকচিক্
চুয়াল্লিশ ধারা জারী পাতে বাড়া ছাই।

নিয়ন্ত্রণের নামে বারুদের রেখা
আবর্তে গিলেছে পথ পেরেক পরানো।
মস্তিষ্কে গেঁথেছে শূল মানবতায় শেখা
মানুষের জামা খুলে জেগে ওঠে দানো।

তোকে আমি ভাই ডাকি কিছু লোকে চায়।
কিছু লোক রাত জেগে বিভেদ শানায়।





No comments:

Post a Comment