জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

রুনা দত্ত



নিঃসঙ্গতা


মনের ভিতর মন পুড়ছে

চিতার ধোঁয়ায় পুঞ্জীভূত শূন্যতা


ভাঙনের অদৃশ্য মাতন

দেহের বাঁক জুড়ে



নিসর্গতায় ছাই ভরে রাখে

হঠাৎ কালবৈশাখী


 শঙ্খবেলায় সানাইয়ের

 বিদায়ী সুরের আজান


 কপালের লালে তীব্র হয়

 মুছে যাওয়া স্বপ্নরা


 নদীর জলে ভেসে যায়

 আলতা পায়ের জলছবি


 সাদা পৃষ্ঠায় শুধু কিছু

 রাগ অনুরাগের আঁকিবুঁকি


স্থবিরতায় জেগে থাকে

একক পৃথিবীর নিঃসঙ্গতা


  



সৃজনের দোলনচাঁপা


প্রতিটি জোয়ার ভাঁটার পর তৃষ্ণা বেড়ে যায়

পিপাসার্তর মতো হানা দিই হৃদমোহনায়

নিবিড়তায় তৈরী হয় একের পর এক 

ভালোবাসার কোলাজ...


 বৃষ্টিবিলাসের সোহাগী আবেগে শরীরে শরীরে 

 জোছনার ইমনকল্যান

 মনোলোভা আধাঁরে ফোটে উপোসি হাস্নুহানা


বৃষ্টির ভিতর একনাগাড়ে ভেজে অভিসারের অভিলাষ...

বেসামাল হয়ে চাঁদ আঁকি জান্নতের বুকে

রজনীগন্ধা স্পর্শে বাঁধ ভাঙে...

হিমেল বাতাসে ফুটে ওঠে সৃজনের   

 দোলনচাঁপা।




No comments:

Post a Comment