জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

হরেকৃষ্ণ দে














ব্যক্তিগত কবিতার বিছানা

                            

শব্দরোগ ! মনের ভেতর গোপন উপসর্গ,
চলমান লোহিত কনায় বাসা বাঁধা বর্ণগুলো
কোদাল চালায় অহরহ...
বুকের ভেতর খাল কাটতে থাকে,খাল গুলো বাড়তে বাড়তে রক্তনদী হয়ে রোগী করে তুলছে
ব্যাক্তিগত ভাবনার আয়নাতে ৷

উড়ে এসে জুড়ে বসতে চাইছে মনের সংযোগ তারে ক্ষুধার্ত ভাষার অনাবৃত ছায়া,
হলুদ বিকেল গুলো গোষ্ঠীর মিটিং জুড়ে রেজ্যুলেশন করে অসুস্থ সকালের সূর্যের জন্য৷
মনের অন্ধকারের সাথে হার মানে মন,
হার মানলেও কবিতার অক্ষরেরা ব্যাক্তিগত বিছানা পেতে রাখে কাগজ-কলমের স্ট্রং আসবাপত্রের দৃঢ় চাহিদায়...

আজ সেই সব আগন্তুক আসবাবপত্রে বেঁচে থাকতেই ব্যাক্তিগত কবিতার বিছানায় বিশ্রাম নিয়ে নিয়ে দিগন্তরেখা টেনে যাই রোগহীন কবিতার রোগে.....






No comments:

Post a Comment