জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

সূর্যস্নাত বসু



মানুষ 


দৈনিক মাছজন্ম আমার।
দেলুতি নদী কখনও জলঢাকা। 
রূপসা তো কখনও ময়ূরাক্ষী।
যদুবাবুর বাজার তো কখনও কারওয়ান বাজার । 
মধুমতীর ঘাট অথবা শাকবাড়িয়ার স্রোত। 
#
কুলিক পাখিরালয়ে মুক্ত পাখিটা রোজ 
আমার ঘরে এসে জল খেয়ে যায়
মুমূর্ষু ছিপ নিয়ে আদিবাসীরা গান গায়, অতঃপর 
টেনে তুলে নিয়ে যায় আমায়। 
#
আমি জানি সে কুলিকও মাছ। আমি জানি আদিবাসীটিও মাছ।
আমি জানি গোটা পৃথিবীতে মাছ আছে শুধু
অথচ মাছের পৃথিবীতে আমি নেই কেন?
#
দৈনিক মাছ-মৃত্যু আমার।






No comments:

Post a Comment