জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

অতনু মানী















খোলস 

অসময়ে খেজুর গাছে হাড়ি বেধে ঈশ্বর বন্দনা করার মধ্যে 
কোন সততা থাকে না
প্রয়োজনের দরজায় কড়া নাড়তে নাড়তে 
খিল বড় হয়ে গেলে, করাত অকেজো হয়ে যায়
তবুও জপমালা ধুয়ে জল খাই ।
কল্পতরু তে ঢিল ঝুলিয়ে বেহিসাবি কাঠামো গড়ে তুলি
বাটা চন্দনে শুদ্ধ হোক শঠতা 
পেরেক গেঁথে গেঁথে যখন অম্ল ঢেকুর উঠবে
প্রমাণ হয়ে যাবে সবটুকু রস কঠোর পরিশ্রমের ফল । 







No comments:

Post a Comment