জিরো বাউন্ডারি কবিতার ষষ্ঠ সংখ্যার জন্য লেখা জমা দেওয়ার লাস্ট ডেট জুলাই মাসের ১০ তারিখ। দুটো কবিতা বা কবিতা বিষয়ক লেখা নিজের এক কপি ছবি সমেত পাঠিয়ে দিন আমাদের ইমেলে-0boundarykabita17@gmail.com

দেবদূত




থাম
  
থামগুলো এভাবেই দাঁড়িয়ে অংশের ভেতর সন্মোহনে
চেয়ার আর জিরাফের মাঝে
বাবরের প্রার্থনা স্যান্ডউইচ
নির্ভার কবেকার মিহি ধুলো-কার্বন
পাতার ঝালরে বন্ধ চটকলে...
তারারা আড়চোখে কখনো বা থামে
ভাতের গন্ধে জেগে রেল স্টেশনের ঘুম
বেগুনি আলোয় ভেজা ঘোড়াগুলো
এখনো পড়েনি চামড়ার জিন
কেউ জিতে নেবে একদিন শেরপা প্রত্যয়ে
গোলাপি হাতের সাম্য
আপেল বাগান বৃষ্টি
চৌকো সংযমে ঘরোয়া নাবিকের পুষে রাখা ঢেউ
হঠাৎই গায়ে মাখে ইউটার্ন কোরাস
ইসোফেগাস আর ভোকাল কডে
ঈষত্ কাঁপে জোড়াতালি সুখ
তখনও দোলাচলে কিছু মোমবাতি মুখ!



No comments:

Post a Comment